স্কটল্যান্ডে অনুমোদন পেল ট্রাম্পের আরো একটি গলফ কোর্স

বণিক বার্তা ডেস্ক

পরিবেশবাদীদের বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসার অধীনে অ্যাবারডিনশায়ারে দ্বিতীয় গলফ কোর্স তৈরির পরিকল্পনার অনুমোদন দিয়েছে স্কটল্যান্ড কর্তৃপক্ষ। গত শুক্রবার প্রকাশিত অ্যাবারডিন কাউন্সিলের নথি অনুসারে, বন্যার ঝুঁকি কমাতে ব্যবস্থা গ্রহণের মতো কিছু শর্তসাপেক্ষে স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে গলফ কোর্স তৈরির পরিকল্পনার অনুমতি দেয়া হয়েছে।

গলফ কোর্সটির নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মা ম্যারি অ্যান ম্যাকলাউডের নামে। ম্যাকলাউড গলফ কোর্সটি ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ রিসোর্টের পাশে তৈরি করা হবে।

স্থানীয় জেলা কর্মকর্তারা গত মাসে ট্রাম্পের দ্বিতীয় গলফ কোর্সটির পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। শুক্রবার অ্যাবারডিন কাউন্সিলেরও অনুমোদন পেল প্রস্তাবটি। ধারণা করা হচ্ছে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, গলফ কোর্সটি তৈরি করতে গিয়ে অনেকখানি টিলা কেটে ফেলা হতে পারে। স্থানীয়রাও সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, এটা তৈরি করা হলে খোলা জায়গা কমে যাবে, ফলে পানি সরবরাহ, সড়ক আশপাশের জমিগুলোয় প্রভাব পড়বে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন