ব্যারেটের মনোনয়নের প্রতিবাদে ওয়াশিংটনে হাজারো নারীর বিক্ষোভ

বণিক বার্তা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে এমি কনি ব্যারেটকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে ওয়াশিংটন ডিসির রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার নারী। শনিবার ওয়াশিংটনের শহরতলি থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে তারা পদযাত্রা করেন। খবর রয়টার্স।

সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কনি ব্যারেটের বিরোধিতা করা নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করার ডাক দেন বিক্ষোভকারীরা। তাদের বেশির ভাগেরই মুখে ছিল মাস্ক। অনেকের পরনে ছিল বিচারপতি গিন্সবার্গের মতো কালো পোশাক লেস কলার।

গত ১৮ সেপ্টেম্বরে ওয়াশিংটন ডিসিতে মৃত্যু হয় বিচারপতি গিন্সবার্গের। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের খালি হওয়া বিচারপতির আসনে ট্রাম্প রক্ষণশীল বিচারক এমি কনি ব্যারেটকে মনোনয়ন দেন।

ব্যারেটের নিয়োগ মার্কিন সিনেটের ভোটে নিশ্চিত হলে তিনিই গিন্সবার্গের স্থলাভিষিক্ত হবেন। সিনেটের বিচার বিভাগীয় কমিটি ব্যারেটের নিয়োগ নিশ্চিত করতে ২২ অক্টোবর ভোটের দিন নির্ধারণ করেছে। রিপাবলিকানদের তত্পরতার প্রতিবাদেই শনিবার নারীরা ক্ষোভ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন