যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও ইরানের ইস্পাত উৎপাদন বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেও অর্থনীতিকে টেনে তুলতে উৎপাদন রফতানি বাণিজ্য এগিয়ে নিয়ে যাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) অপরিশোধিত ইস্পাত উৎপাদন বাড়িয়েছে দেশটি। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) তথ্য বলছে, গত আট মাসে দেশটির ইস্পাত উৎপাদন ১১ শতাংশের বেশি বেড়েছে। সময়ে দেশটিতে সব মিলিয়ে কোটি ৮৬ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। খবর তেহরান টাইমস।

ইরানের রফতানিযোগ্য পণ্যের তালিকায় ইস্পাত অন্যতম। কিন্তু গত বছরের মে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে পণ্যটির ওপর দিয়ে বেশ ঝড় বয়ে গেছে। ইরানের শিল্প, খনি বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের মার্চে শুরু হওয়া ক্যালেন্ডার বছরের প্রথম পাঁচ মাসে দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় শতাংশ বেড়েছে। সময় দেশটিতে কোটি ১৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এছাড়া একই সময়ে ইস্পাতজাত পণ্য উৎপাদন বেড়েছে প্রায় শতাংশের মতো। সব মিলিয়ে ধরনের পণ্য উৎপাদন হয়েছে ৯৫ লাখ টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন