ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা- আসনের উপনির্বাচনে গতকাল বিএনপির সালাহ উদ্দিন আহম্মেদকে বিপুল ভোটে হারিয়েছেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু। একই দিন নওগাঁ- (রানীনগর-আত্রাই) সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন হেলাল।

ঢাকা- আসনের বেসরকারি ফলাফলে ১৮৭টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম মনু (নৌকা) পেয়েছেন ৪৫ হাজার ৬৪২ ভোট। বিএনপির সালাহ উদ্দিন আহম্মেদ পেয়েছেন হাজার ৯২৬ ভোট। আসনে ভোটার সংখ্যা লাখ ৭১ হাজার ১২৯।

যদিও ঢাকা- আসনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী। ভোট শেষে গতকাল সন্ধ্যায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সালাহ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, প্রায় সব কেন্দ্রেই আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে এজেন্ট ঢুকেছে তাদেরও বের করে দেয়া হয়েছে। কিন্তু প্রিজাইডিং কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেননি। আমরা রিটার্নিং কর্মকর্তাকে বারবার অবহিত করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। আপনাদের মাধ্যমে আমরা অনিয়মে জর্জরিত অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে ভোটার উপস্থিতি বেশ কম ছিল। বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা গতকাল গণমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়। উপনির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য সরকার পরিবর্তনের সুযোগ নেই। দুই-আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন, সেজন্য হয়তো প্রার্থী বা ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই। পাশাপাশি করোনার একটি বিষয় তো রয়েছে। এজন্য মানুষ আতঙ্কিত। মানুষ যেতে চায় না, রকম একটা অবস্থা তো আছেই। এর মধ্যেও নির্বাচনের ট্রেন্ড ভালো।

গতকাল সন্ধ্যায় রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ঢাকা- আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয়জন।

নওগাঁ- সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন লাখ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন হাজার ৬০৫ ভোট।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন হাজার ৮১৬ ভোট। তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান।

নওগাঁ- আসনে প্রহসনের নির্বাচনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি। সেই সঙ্গে আসনে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে। গতকাল রাত ৮টায় জেলা বিএনপির উদ্যোগে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন