প্যারিসে শিক্ষককে হত্যার ঘটনা একটি ‘সন্ত্রাসী হামলা’: ফ্রান্স

বণিক বার্তা ডেস্ক

প্যারিসের শহরতলিতে প্রকাশ্য দিবালোকে এক শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনাকে ইসলামী সন্ত্রাসবাদী হামলা বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোট নয়জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্স।

শুক্রবার ৪৭ বছর বয়সী স্কুলশিক্ষক স্যামুয়েল পেটিকে হত্যার পর ঘটনাস্থলের কাছেই পাহারায় থাকা পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। নিহত ওই হামলাকারী চেচেন বংশোদ্ভূত ১৮ বছর বয়সী এক তরুণ বলে ফরাসি গণমাধ্যমে জানানো হয়েছে। তবে হামলাকারীর নাম বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার পর পরই পুলিশ তার চার আত্মীয়কে আটক করে, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। পরে আরো পাঁচজনকে আটক করা হয়।

প্রকাশ্য দিবালোকে শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনায় হামলাকারীকে কেউ সাহায্য করেছিল কিনা, তা বের করতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গতকাল পুলিশ জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন