কভিড-১৯-এ এখনো লাতিন ও কৃষ্ণাঙ্গদের মৃত্যু বেশি

বণিক বার্তা ডেস্ক

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নতুন এক রিপোর্ট মতে, কভিড-১৯ এখনো অসামঞ্জস্যপূর্ণভাবে কৃষ্ণাঙ্গ লাতিন মানুষদের জীবন নিচ্ছে। পাশাপাশি কেড়ে নিচ্ছে অশ্বেতাঙ্গ মানুষের প্রাণও। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে সিডিসির মরটালিটি অ্যান্ড মরবিডিটি সাপ্তাহিক প্রতিবেদনে। এটি ছিল ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ মে পর্যন্ত কভিড-১৯- মৃত্যু নিয়ে যে বিশ্লেষণ তার ফলোআপ রিপোর্ট। যেখানে কভিড-১৯- মৃতদের মাঝে জাতিগত বৈষম্যের প্রভাব দেখা গিয়েছিল।  যুক্তরাষ্ট্রের গবেষকরা গবেষণাটি সম্পন্ন করেছেন মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কভিড-১৯- যাদের মৃত্যু হয়েছে তাদের নিয়ে। সময়ের মাঝে মারা গিয়েছিল লাখ ১৪ হাজার ৪১১ জন। আগের রিপোর্টের মতো এটিতেও দেখা গেছে, বর্ণ বয়স কভিড-১৯- মৃত্যুর প্রধান দুটি ফ্যাক্টর। এক্ষেত্রে যারা মারা গেছে তাদের মাঝে ৭৮ শতাংশ হচ্ছে ৬৫ বছরের বেশি বয়সী, ৫১ শতাংশ হচ্ছে শ্বেতাঙ্গ, ২৪. শতাংশ হচ্ছে লাতিন এবং . শতাংশ হচ্ছে কৃষ্ণাঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১৮. শতাংশ হচ্ছে লাতিন কৃষ্ণাঙ্গ হচ্ছে ১২. শতাংশ।  যদিও কৃষ্ণাঙ্গদের মৃত্যুর হার আগের হিসাবের চেয়ে কিছুটা কমেছে। কিন্তু লাতিনদের মাঝে মে মাসে যেটি ১৬. শতাংশ ছিল তা এক লাফে পৌঁছেছে ২৬. শতাংশে।

দ্য হিল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন