ড্রাইভার সফটওয়্যার ভেরিফাইয়ে জটিলতা বাড়ল

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট সিকিউরিটি আপডেটের মাধ্যমে ড্রাইভার সফটওয়্যার ভেরিফাইয়ের ক্ষেত্রে পরিবর্তন এনেছে। আপডেট দেয়ার পর উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের এরর সংক্রান্ত দুটি মেসেজ দেখাচ্ছে মাইক্রোসফট। এখন থেকে ড্রাইভার সফটওয়্যারে পাবলিশারের পরিচয় শনাক্ত না করতে পারলে কিংবা সিগনেচার না থাকলে এরর মেসেজ দেখানো হবে বলে জানানো হয়েছে। খবর জিডিনেট।

বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ যাচাই করে যদি দেখে ক্যাটালগ ফাইল যথাযথ ফরমেটেড নয়। তবে এররের সমস্যা দেখা দেবে। আপডেট থেকেই ক্যাটালগ ফাইলের ডিইআর এনকোডেড পিকেসিএস# কনটেন্টের বৈধতার প্রয়োজন হবে। এক্স.৬৯০ সদস্যদের ডিইআর এনকোডিং বর্ণনা করতে হবে। যদি উইন্ডোজ ১০-এর ব্যবহারকারীরা এরর মেসেজগুলো দেখেন, তবে ড্রাইভার ভেন্ডর কিংবা ডিভাইস ম্যানুফ্যাকচারারের সঙ্গে যোগাযোগ করে আপডেটেড ড্রাইভার চাইতে হবে। এতে সমস্যাটির সমাধান পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম ডিভাইসের মধ্যে সমন্বয় ঘটানোর কাজ করে ড্রাইভার সফটওয়্যার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন