ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে ওয়ানপ্লাস

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস ভারতে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। দেশটিতে অফলাইন রিটেইল মার্কেটে উপস্থিতি বাড়াতে অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের ক্রমবর্ধমান ডিভাইস বাজারে অফলাইন উপস্থিতি বাড়াতে নতুন বিনিয়োগের মাধ্যমে তিন হাজার নতুন স্টোর চালুর পরিকল্পনা নিয়েছে ওয়ানপ্লাস। এর ফলে দেশটির থ্রি ফোর টায়ার সিটিগুলোতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে প্রতিষ্ঠানটি। ভারতে স্থাপিত নতুন স্টোরগুলোর মাধ্যমে স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট টিভি এবং অন্যান্য কানেক্টেড ডিভাইস বিক্রির পরিকল্পনা রয়েছে ওয়ানপ্লাসের।

ভারত স্মার্টফোনের দ্বিতীয় বৃহৎ বাজার। দেশটিতে বর্তমানে পাঁচ হাজার বিক্রয় পয়েন্ট রয়েছে ওয়ানপ্লাসের। রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস সংগীতা মোবাইলের মতো ১৪ থেকে ১৫টি বিক্রয় অংশীদারের মাধ্যমে এসব বিক্রয় পয়েন্ট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এছাড়া অনলাইন স্টোরের পাশাপাশি ভারতের ৮০০ সিটিতে ওয়ানপ্লাসের নিজস্ব তিন হাজার বিক্রয়কেন্দ্র রয়েছে।

ওয়ানপ্লাস ইন্ডিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট এবং চিফ স্ট্র্যাটেজি কর্মকর্তা নভনিত নাকরা বলেন, আগামী কয়েক প্রান্তিকের মধ্যে ভারতে ওয়ানপ্লাসের নিজস্ব বিক্রয়কেন্দ্র আট হাজার ছাড়াবে। আমরা কভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে সতর্ক অবস্থানে রয়েছি। যে কারণে কিছুটা বিলম্বে নতুন বিনিয়োগ পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ছয় মাসে ভারতে ওয়ানপ্লাসের ১৪টি বৃহৎ এক্সপেরিয়েন্স স্টোর চালুর পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন