কনোড়ে নিলামে চায়ের সরবরাহ কমেছে

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পাহাড়ি জেলা কনোড় চা উৎপাদন বিপণনের জন্য সুপরিচিত। অঞ্চলের সবচেয়ে বড় চা নিলাম কেন্দ্র কনোড়ে অবস্থিত। সর্বশেষ সপ্তাহে নিলামে চায়ের সরবরাহ আগের সপ্তাহের তুলনায় কমেছে। খবর বিজনেস লাইন

কনোড় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (সিটিটিএ) আয়োজিত সর্বশেষ গত বৃহস্পতিবার শুক্রবারে সর্বমোট ৪২টি নিলাম অনুষ্ঠিত হয়। এতে মোট ২৬ লাখ ৪৫ হাজার চায়ের সরবরাহ ছিল, যা আগের সপ্তাহের তুলনায় ৭২ হাজার কেজি কম।

সিটিটিএ তথ্য বলছে, সর্বশেষ নিলামে সরবরাহ করা চায়ের মধ্যে ২৫ লাখ ২৬ হাজার কেজি চা ছিল সিটিসি ভ্যারাইটির। আর মাত্র লাখ ১৯ হাজার কেজি চা ছিল অর্থোডক্স ভ্যারাইটির।

উল্লেখ্য, ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনবারী দেশ। পণ্যটির রফতানি বাণিজ্যেও দেশটি প্রসিদ্ধ। কিন্তু করোনা মহামারীতে উৎপাদন কমে যাওয়ায় পণ্যটির সরবরাহ বেশ ওঠানামা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন