সংবাদ সম্মেলনে বক্তারা

করোনাকালে গ্রামীণ নারীর ওপর সহিংসতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে গ্রামীণ নারীদের ওপর সব ধরনের সহিংসতা বেড়েছে। যেভাবে কভিড মহামারীতে ছায়ামহামারী হিসেবে নারীর প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে, তাতে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ করা না যায়, তাহলে সামনের দিনগুলো আরো অনিরাপদ হয়ে উঠবে। গতকাল রাজধানীতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে নারী দিবস উদযাপন জাতীয় কমিটি। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামীণ নারীরা অবহেলিত, তাদের অবদান স্বীকৃত নয়। তাই গ্রামীণ নারীরা বৈষম্য নির্যাতনের শিকার হন বেশি। করোনাকালে কর্মহারা নারীদের বিকল্প কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া যেকোনো সহিংস ঘটনা দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করতে হবে।

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির সচিবালয় সমন্বয়কারী মোস্তফা কামাল আকন্দর সঞ্চালনায় এবং শামীমা আকতারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের সালমা সাবিহা। এছাড়া জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আরা রুমি, গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, বিএনএনআরসি পক্ষ থেকে প্রতিভা ব্যানার্জি, রংপুর থেকে মন্জুশ্রী সাহা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী প্রমুখ সময় যুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন