রোনালদো করোনা আক্রান্ত

ক্রীড়া ডেস্ক

নভেল করোনাভাইরাসের থাবা এড়াতে পারলেন না বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের আন্তর্জাতিক  বিরতিতে জাতীয় দলের সঙ্গে উয়েফা নেশনস লিগের মিশনে ছিলেন তিনি। তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল  ফেডারেশন। 

ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা আক্রান্ত রোনালদোকে আইসোলেশনে রাখা হয়েছে৷ ফলে সুইডেনের বিপক্ষে পরের ম্যাচে খেলা হচ্ছে না তার৷ 

এর আগে ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের ড্র ম্যাচে দলের হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো। সে ম্যাচের পর করোনা টেস্ট করা হয়েছিল তার৷ 

তার শরীরে কোনো উপসর্গ না থাকলেও প্রটোকল মেনে আইসোলেশনে থাকতে হবে সামনের কিছু দিন৷  তবে রোনালদো ছাড়া পর্তুগালের আর কোনো খেলোয়াড় করোনা পরীক্ষায় পজিটিভ হননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন