রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের গুলিতে বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয় (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টায় উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় এঘটনা ঘটে। 

বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয় রাইখালীর ভালুকিয়া পাড়ার মৃত শশধর তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি ভাড়ায়  মোটরসাইকেল চালাতেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বণিকবার্তাকে জানান, গুলিতে নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সকালে ভাড়া নিয়ে কারিগরপাড়ায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন