প্যারিসের ৪০% আইসিইউতে করোনার রোগী

ইউরোপে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে অসুস্থতার তীব্রতাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে উল্লেখ করছেন সরকারি কর্মকর্তারা।

ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, ইলে দে ফ্রান্স এলাকার (রাজধানী প্যারিসসহ) হাসপাতালগুলোর আইসিইউ শয্যার ৪০ শতাংশেরও বেশিতে এখন কভিড-১৯ রোগী ভর্তি। রাজধানী প্যারিসসহ অন্যান্য এলাকার সংলগ্ন হাসপাতালগুলোতে ৪৪৯ জন আক্রান্তকে চিকিৎসা দেয়া হচ্ছে। এটি ফ্রান্সের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। জনসংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ৫০ শতাংশ আইসিইউ শয্যা শুধু কভিড-১৯ রোগীদের জন্য বরাদ্দ করতে হতে পারে। রোগীর চাপে এরই মধ্যে কিছু হাসপাতাল গুরুত্বপূর্ণ অপারেশনের সূচি পুনর্নির্ধারণ করেছে।

ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়তে শুরু করে আগস্টের শেষ নাগাদ। এটিকে দ্বিতীয় ঢেউ বলছেন অনেকে। তবে ইউরোপের অন্য দেশেও করোনার দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে। এর মধ্যে পোল্যান্ড রেকর্ড সংখ্যক নতুন সংক্রমণের কথা জানিয়েছে। সংক্রমণ বিস্তার ঠেকাতে স্কটল্যান্ড নতুন বিধিনিষেধ আরোপ করছে। দেশটি আবার লকডাউন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন