ফ্রেঞ্চ ওপেনে তারকাপতন চলছেই

ক্রীড়া ডেস্ক

এমনিতেই নারী এককের শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি অংশ নিচ্ছেন না এবারের ফ্রেঞ্চ ওপেনে। ইনজুরির কারণে খেলেননি সদ্যই ইউএস ওপেনজয়ী তারকা জাপানের নাওমি ওসাকা। এরপর গত বুধবার অ্যাকিলিস ইনজুরির কারণে দ্বিতীয় রাউন্ডে কোর্টেই নামা হয়নি আমেরিকান সুপারস্টার সেরেনা উইলিয়ামসের। এবার বিদায় নিলেন দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। দ্বিতীয় রাউন্ডে লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে ৪-৬, ২-৬ গেমে হেরে বিদায় নিয়েছেন তিনি। 

অবশ্য প্লিসকোভার এই হারটাকে খুব বড় অঘটনও বলা যাবে না। ওস্তাপেঙ্কো ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন। ২০১৭ সালে রোলাঁ গারোঁয় শিরোপা জিতে নিয়েছিলেন তিনি। অবশ্য গত দুই বছর প্যারিসে প্রথম রাউন্ডেই বিদায় নেন তিনি। এবার ফিরলেন স্বরূপে। তিন বছর আগের সেই দুরন্ত পারফরম্যান্স যেন ফিরিয়ে আনলেন ওস্তাপেঙ্কো। তার ভয়ংকর সব রিটার্নে বেসামাল হয়ে পড়েন প্লিসকোভা।

তৃতীয় রাউন্ডে ওস্তাপেঙ্কো খেলবেন স্পেনের পলা বাদোসার বিপক্ষে, যিনি ৬-৪, ৪-৬, ৬-২ গেমে হারিয়ে দেন ২০১৮ সালের ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেনসকে। 

বৃহস্পতিবার প্লিসকোভা পরিবারের জন্য বাজে দিনই ছিল। ক্যারোলিনার জমজ বোন ক্রিস্টিনা এদিন হেরেছেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন স্পেনের গারবিনে মুগুরুজার কাছে। তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিনসের মুখোমুখি হবেন স্প্যানিশ তারকা। এদিন চেক তারকা পেত্রা কেভিতোভা ৬-৩, ৬-৩ গেমে হারান ইতালির জেসমিন পাওলিনিকে।

ছেলেদের এককে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন লিথুয়ানিয়ার রিকার্দাস বেরানকিসকে। ১ ঘণ্টা ২৩ মিনিটে জয় নিশ্চিত করার পর জোকোভিচ বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। আশাকরি এভাবেই এগিয়ে যেতে পারব আমি।’

আজ খেলবেন রেকর্ড ১২ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। তার প্রতিপক্ষ ইতালির স্তেফানো ত্রাভালিয়া। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন