সমাপনী পর্বে বক্তারা

সুকুক চালু সরকারের সময়োপযোগী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

সুকুক তথা ইসলামিক বন্ড চালু সরকারের সময়োপযোগী পদক্ষেপ। সুকুক প্রবর্তন দেশের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডে ব্যাপক অবদান রাখবে। গত মঙ্গলবার বিকালে অনলাইন প্লাটফর্মে আয়োজিত চার দিনব্যাপী ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি) ইন্টারন্যাশনাল শরিয়াহ্ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফিন্যান্স (ইসরা), মালয়েশিয়ার যৌথ উদ্যোগে ওয়ার্কশপের আয়োজন করা হয়।

পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ফিক্বহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। আন্তর্জাতিক অতিথি বক্তা ছিলেন ইসরা, মালয়েশিয়ার গবেষণা উন্নয়ন উদ্ভাবন বিভাগের পরিচালক . সাঈদ বোহরাওয়া এবং বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শাহ্ আব্দুল হান্নান, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মো. ফরীদ উদ্দীন আহমাদ সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী।

চার দিনব্যাপী ওয়ার্কশপে মার্কেট লিডার হিসেবে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক . মোহাম্মদ হায়দার আলী মিয়া, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ্। ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে আলোচনা উপস্থাপন করেন ইসরা (মালয়েশিয়া)-এর গবেষক মেজবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল সরকার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপপরিচালক শেখ মো. লুত্ফুল কবীর, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. গোলজারে নবী, বিআইবিএমের ফ্যাকাল্টি মেম্বার . এম মহাব্বত হোসাইন এবং সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থ সচিব আরাস্তু খান এবং মডারেটর হিসেবে ছিলেন সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ।মিডিয়া পার্টনার হিসেবে বণিক বার্তা চার দিনব্যাপী ওয়ার্কশপের তাত্পর্য তুলে ধরে বিশেষ সংবাদ প্রচার করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন