ভ্যাকসিন নেবেন না ইলোন মাস্ক

বণিক বার্তা ডেস্ক

আবারো প্রকাশ্যে কভিড-১৯-এর ঝুঁকিকে সামান্য বলে উল্লেখ করেছেন টেসলা স্পেসএস্কের সিইও ইলোন মাস্ক। নিউইয়র্ক টাইমস পোডকাস্ট সুয়াই-এর মুখোমুখি হয়ে মাস্ক বলেছেন, কভিড-১৯-এর কোনো ভ্যাকসিন এলেও আমি সেটা নেব না। আমি কভিডের ঝুঁকিতে নেই এবং আমার শিশুরাও নয়। ভাইরাসটির সংক্রমণ এড়াতে বাড়িতে থাকতে চানএমন কর্মীদের বেতন প্রদানে কোনো দায়িত্ব অনুভব করছেন কিনা তা বলতে অস্বীকার করেন তিনি। বিষয়টি নিয়ে উপস্থাপক চাপ দিলে তিনি প্রতিরক্ষামূলক হয়ে সাক্ষাত্কারটি শেষ করে দেয়ার হুমকি দেন। তখন উপস্থাপক বলেন, আসুন আমরা এগিয়ে যাই...আমি কভিড নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। পরিস্থিতিতে আপনি যদি সাক্ষাত্কারটি শেষ করতে চান, তবে আমরা এটা করতে পারি। উপস্থাপক প্রক্রিয়ায় অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করলে মাস্ক স্পষ্টভাবে উত্তর দেন, দুনিয়ায় সবাই মারা যায়। প্রশ্নটি হলো ভারসাম্য বজায় রেখে কীভাবে আরো ভালোভাবে কাজ করা যায়। লকডাউন এটা করতে পারেনি এবং মহামারী এমন একটি বিষয় যখন সব পথেই লোকসান, ক্ষতি।  ব্লুমবার্গ বিলিয়নেয়ারস সূচক অনুসারে বিশ্বের তৃতীয় ধনী ইলোন মাস্ক এপ্রিলে টুইট করেছিলেন, জাতীয়ভাবে বাড়িতে থাকার আদেশটি বাস্তবে গৃহবন্দি রাখার মতো।

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন