চীনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্প

দেড় হাজার কোটি ইউরো বিনিয়োগে ফক্সওয়াগন

বণিক বার্তা ডেস্ক

চীনের সম্প্রসারমাণ বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে হাজার ৫০০ কোটি ইউরো বা হাজার ৭৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফক্সওয়াগন। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি বাজারটিতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধিতে বৈশ্বিক গাড়ি নির্মাতা জায়ান্টগুলো সেখানে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে। সে ধারাবাহিকতায় বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিল জার্মানভিত্তিক শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটি। খবর এএফপি।

আগামী ২০২৫ সালের মধ্যে ২৫ শতাংশ জ্বালানিসাশ্রয়ী গাড়ি নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে বেইজিং। সেই পরিকল্পনায় অংশ নিতে চীনের তিনটি যৌথ উদ্যোগে দেড় হাজার কোটি ইউরো বিনিয়োগ করতে যাচ্ছে ফক্সওয়াগন। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ দ্বিগুণ করার পাশাপাশি ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করা হবে। এতে চীনের ইভি খাতে ফক্সওয়াগনের মোট বিনিয়োগ হাজার কোটি ইউরো ছাড়িয়ে যাবে।

জার্মানির ওল্ফসবুর্গভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটির মোট বিক্রির ৪০ শতাংশই হচ্ছে চীনে। ফলে বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রেতা কোম্পানিতে পরিণত হয়েছে ফক্সওয়াগন। গাড়ি নির্মাতা জায়ান্টটির ১২টি সফল ব্র্যান্ডের মধ্যে রয়েছে পোরশে আউডি।

ফক্সওয়াগন এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের মধ্যে চীনে স্থানীয়ভাবে ১৫টি মডেলের গাড়ি নির্মাণ করবে তারা। এর মধ্যে ৩৫ শতাংশই হবে বিদ্যুত্চালিত গাড়ি।

২০৬০ সালের মধ্যে সম্পূর্ণ কার্বননিরপেক্ষ হবে চীন, চলতি মাসের শুরুতে এক ঘোষণায় পরিকল্পনার কথা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন