আরো বেশি আইওএস ডিভাইসে ভয়েস টুইট ফিচার

বণিক বার্তা ডেস্ক

গত জুনে ভয়েস টুইট ফিচার উন্মোচন করেছে টুইটার। প্রাথমিকভাবে ফিচারটি নির্দিষ্ট কিছু আইওএস ডিভাইসের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এবার আরো বেশিসংখ্যক আইওএস ডিভাইসে ভয়েস টুইট ফিচার পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটি। খবর দ্য ভার্জ।

টুইটারের ভয়েস টুইট ফিচারের মাধ্যমে টুইট করা ছাড়াও তা ফলোয়ারদের সঙ্গে শেয়ার করা যায়। আইওএসে ফিচারটি চালু করা হলেও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফিচারটি কবে আসবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফিচারটির মাধ্যমে ভয়েস দিয়ে টুইট শুরুর জন্য টুইট অপশনে যেতে হবে। এরপর ক্যামেরা আইকনের ঠিক পাশের নতুন আইকন দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করার পর নিচে রেকর্ড বোতামসহ নিজের প্রোফাইল ফটো দেখতে পাবেন। রেকর্ড বোতামে ক্লিক করে ভয়েস রেকর্ড করে তা ফলোয়ারদের সঙ্গে শেয়ার করা যাবে।

সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামের স্টোরির মতো ফ্লিটস নামের নতুন একটি ফিচার চালু করেছিল টুইটার। ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরিগুলোতে ব্যবহারকারীরা রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন