সড়কের পাশে বোমা বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৪

বণিক বার্তা ডেস্ক

মধ্য আফগানিস্তানে গতকাল সড়কের পাশে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এক বিবৃতিতে বলেন, দাইকুন্দি প্রদেশের ওই বোমা বিস্ফোরণে সাত নারী, পাঁচ শিশু দুজন পুরুষ নিহত হয়। এছাড়া আহত হয় আরো তিন শিশু। হামলার জন্য তালেবানকে দায়ী করা হচ্ছে। খবর এএফপি।

দাইকুন্দির গভর্নরের মুখপাত্র নাসরুল্লাহ ঘোরি বলেন, নিহতরা মিনি বাসে করে একটি মাজারে যাচ্ছিলেন। সময় পথে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কের পাশে রাখা ওই বোমার বিষয়ে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। কিন্তু তালেবানরা প্রায়ই ধরনের বোমা পেতে রাখে।

জুলাইয়ে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক মানুষদের লক্ষ্য করে ধরনের হামলায় ২০২০ সালের প্রথমার্ধে এখন পর্যন্ত আফগানিস্তানে আট শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন