রেকর্ড সর্বোচ্চ থেকে তামার দরপতন

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর জের ধরে চলতি বছরের শুরু থেকে রীতিমতো টালমাটাল অবস্থার ভেতর দিয়ে গেছে তামার বাজার পরিস্থিতি। চাহিদা কমে আসায় দীর্ঘদিন লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির মূল্যসূচক টানা নিম্নমুখী ছিল। তবে বছরের মাঝামাঝি সময় পেরিয়ে ঘুরে দাঁড়ায় তামার বাজার পরিস্থিতি। ধারাবাহিকতায় চাহিদা আগের তুলনায় বাড়তে থাকায় গত সপ্তাহে এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে ২৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠে যায়। এতে আশার আলো দেখছিলেন খাতসংশ্লিষ্টরা। তবে পরিস্থিতি দ্রুতই বদলে গেছে। সর্বোচ্চ অবস্থান থেকে বড় পতন ঘটেছে ব্যবহারিক ধাতুটির দামে। খবর বিজনেস রেকর্ডার মেটাল বুলেটিন।

এলএমইর গত এক মাসের প্রাইস ইনডেক্স বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৮ আগস্ট ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ছিল হাজার ৭২৮ ডলার। সেপ্টেম্বরের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে টনপ্রতি হাজার ৭৮৮ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়। মাঝে কয়েকদিন কমে এসেছিল তামার দাম। ধারাবাহিকতায় সেপ্টেম্বর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৬১৩ ডলারে বিক্রি হয়।

এর পর পরই বাড়তে শুরু করে ব্যবহারিক ধাতুটির দাম। এলএমইতে সেপ্টেম্বর প্রতি টন তামার দাম হাজার ৮০০ ডলারের কাছাকাছি পৌঁছে যায়। ওইদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৭৯০ ডলারে বিক্রি হয়। এর পর থেকে টানা এক সপ্তাহের বেশি সময় ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি হাজার ৭০০ ডলারের ওপরে ছিল।

১৫ সেপ্টেম্বর এলএমইতে তামার দাম আরো বেড়ে টনপ্রতি হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যায়। ওইদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৮১৩ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়। ১৮ সেপ্টেম্বর ব্যবহারিক ধাতুটির দাম আরো বেড়ে টনপ্রতি হাজার ৮৩৩ ডলার ৫০ সেন্টে উন্নীত হয়। পরদিন এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় হাজার ৮৩৭ ডলারে। এক মাসের মধ্যে এটাই এলএমইতে তামার সর্বোচ্চ দাম।

ওইদিন লেনদেনের শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম হাজার ৮৭৭ ডলার ৫০ সেন্টে উঠেছিল। ২০১৮ সালের জুনের পর এটাই এলএমইতে তামার সর্বোচ্চ দাম। তবে রেকর্ড মূল্যবৃদ্ধির পর পরই তামার দামে পতন দেখা দিয়েছে। ২৩ সেপ্টেম্বর ব্যবহারিক ধাতুটির দাম ফের হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। ওইদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় হাজার ৭২৫ ডলার ৫০ সেন্টে। পরদিন রেকর্ড দরপতনের মুখে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম আরো কমে হাজার ৫৩৮ ডলার ৫০ সেন্টে নেমে আসে।

২৫ সেপ্টেম্বর এলএমইতে এক মাসের মধ্যে সবচেয়ে কম দামে তামা বিক্রি হয়েছে। দিন শেষে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় হাজার ৫২৯ ডলারে। ২৮ সেপ্টেম্বর ব্যবহারিক ধাতুটি বিক্রি হয়েছে টনপ্রতি হাজার ৫৭৪ ডলার ৫০ সেন্টে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন