কুয়েতের আমির মারা গেছেন

বণিক বার্তা অনলাইন

কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে। তার বয়স হয়েছিল ৯১ বছর।

শেখ সাবাহর মৃত্যুর পর তারই ৮৩ বছর বয়সী সৎভাই যুবরাজ শেখ নাওয়াফ আল আহমেদ কুয়েতের পরবর্তী আমির হওয়ার কথা।

গত ‍জুলাই মাসে শেখ সাবাহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। এর আগে কুয়েতে তার একটি অস্ত্রোপচার হয়। তবে অসুস্থতার কারণ জানা যায়নি। 

তেলসমৃদ্ধ এ উপসাগরীয় দেশটি ২০০৬ সাল থেকে শাসন করে আসছিলেন শেখ সাবাহ। 

শেখ সাবাহকে বলা হয় ‘ডিন অব আরব ডিপ্লোম্যাসি’। মূলত ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাককে সমর্থনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে তার ভূমিকার কারণেই তাকে এই বিশেষণ দেয়া হয়। উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনী কুয়েতে আক্রমণ করেছিল।

এছাড়া আঞ্চলিক বিরোধ নিষ্পত্তিতে তাকে প্রায়ই মধ্যস্থতা করতে দেখা গেছে। এর মধ্যে সাম্প্রতিককালে সৌদি আরব ও তার মিত্রদেশগুলো এবং কাতারের সঙ্গে কূটনৈতিক স্থবিরতা নিরসনে তিনি উদ্যোগী হয়েছিলেন।

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ থেকে কুয়েত দূরত্ব বজায় রেখেছে। পরিবর্তে দেশটিতে মানবিক সহায়তার জন্য আয়োজিত একাধিক দাতা সম্মেলনে যোগ দিয়েছে কুয়েত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন