ফেডারেল ইন্স্যুরেন্সের এজিএমে ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

বণিক বার্তা অনলাইন

ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কোম্পানিটির বেশ কয়েকজন পাবলিক শেয়ার হোল্ডার ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত প্রদান করেন। পরে কোম্পানির ২০১৯ সনের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ মো. আবদুল খালেক, বীমা দাবি কমিটির চেয়ারম্যান আলহাজ ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান জামাল আবদুল নাছের চৌধুরী, পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার এমপি, মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও ফারাজ করিম চৌধুরী, নিরপেক্ষ পরিচালক সফর রাজ হোসেন ও মুহাম্মদ নজরুল ইসলাম, বিকল্প পরিচালক রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থপনা পরিচালক এএমএম মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা একেএম সরওয়ারদি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন