দুবছর পর সেই ক্রাইস্টচার্চেই খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

বণিক বার্তা অনলাইন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গেল বছর মার্চের ১৫ তারিখ ভয়াবহ হামলার সময় সেখানেই অবস্থান করছিলো বাংলাদেশ ক্রিকেট দল। হামলায় পাশাপাশি দুটি মসজিদের ৫১ জন মুসল্লি নিহত ও ৪০ জন আহত হয়। পরে সফর স্থগিত করেই দেশে ফিরেছিল টাইগার বাহিনী। ঘটনার ঠিক দুই বছর পর আগামীবছর মার্চে সেই ক্রাইস্টচার্চেই খেলতে যাচ্ছেন মুমিনুলরা। সফরকালে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

মঙ্গলবার আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমের জন্য নিজেদের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড -এনজেসি। সূচিতে বাংলাদেশ ছাড়াও আরো তিনটি দেশ সফরে রাজি হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, দেশটির গ্রীষ্মকালীন মৌসুম শুরু হবে আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে এবং শেষ হবে মার্চে বাংলাদেশের সফরের মধ্য দিয়ে।

এদিকে গতকাল সোমবার শ্রীলঙ্কা সফর স্থগিত করার ঘোষণা দেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এর একদিন পরেই নিউজিল্যান্ড সিরিজের সূচি পাওয়া গেল।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সূচি
১৩ মার্চ: প্রথম ওয়ানডে - ওটাগো ওভাল, ডানেডিন
১৭ মার্চ : দ্বিতীয় ওয়ানডে - হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
২০ মার্চ : তৃতীয় ওয়ানডে - বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

২৩ মার্চ: প্রথম টি-টোয়েন্টি - ম্যাকলিন পার্ক, নেপিয়ার
২৬ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি - ইডেন পার্ক, অকল্যান্ড
২৮ মার্চ: তৃতীয় টি-টোয়েন্টি - সেডন পার্ক, হ্যামিল্টন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন