বিশ্ব হার্ট দিবসে উপলক্ষে ল্যাবএইডের বিশেষ উদ্যোগ

ল্যাবএইড হাসপাতালে আজ পাঁচজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা অথবা অতিদরিদ্রদের বিনা খরচে ওপেন হার্ট সার্জারি কিংবা এনজিওগ্রাম অথবা প্রসিডিউর করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ইনডোর আউটডোরের সব হূদরোগীর জন্য বিশেষ উপহারের ব্যবস্থা রয়েছে। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হূদয় দিয়ে রুখবো হূদরোগ’—এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতি বছরের ন্যায় বছরও বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব হার্ট দিবস। দিবসটি সামনে রেখে গতকাল দুপুরে ল্যাবএইড হাসপাতালে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ডা. মাহবুবুল ইসলামের সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আব্দুজ জাহের, ডা. মাহবুবুর রহমান, ডা. এপিএম সোহরাবুজ্জামান, ব্রিগেডয়াির জেনারেল ডা. খান মো. আসাদুল্লাহ হেল গালিব, সাংবাদিক মাসুদ কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন