সুকুক বিষয়ক ওয়ার্কশপে বক্তারা

কভিড-১৯ পরিস্থিতি উত্তরণে সুকুক ব্যাপক অবদান রাখবে

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ শীর্ষক চার দিনব্যাপী ওয়ার্কশপে গতকাল তৃতীয় দিন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী মো. শহীদুল ইসলাম বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এবং কভিড-১৯ থেকে উদ্ভূত পরিস্থিতি উত্তরণে সুকুক ব্যাপক অবদান রাখবে।

ইন্টারন্যাশনাল শরিয়াহ্ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফিন্যান্স (ইসরা), মালয়েশিয়ার গবেষক মেজবাহ উদ্দীন আহমেদ বিক্রয়ভিত্তিক (সেল বেজড) সুকুক নিয়ে আলোকপাত করেন। পর্যায়ে তিনি এর মৌলিক কাঠামো কেস স্টাডি, বিক্রয়ভিত্তিক সুকুক সংক্রান্ত শরিয়াহ্ ইস্যু এবং বিক্রয়ভিত্তিক সুকুকের প্রায়োগিক দিকগুলো উপস্থাপন করেন। এরপর তিনি ইজারাভিত্তিক, অংশীদারিভিত্তিক এজেন্সিভিত্তিক সুকুকের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান . গিয়াস উদ্দীন তালুকদার ওয়ার্কশপের তৃতীয় দিনের সমাপনী পর্বের আলোচনায় বলেন, সুকুক প্রডাক্টের সফল বাস্তবায়নের পূর্বে -সংক্রান্ত শরিয়াহ্ নীতিমালার জ্ঞান অর্জন করা অতীব জরুরি।

এর আগে রোববার ওয়ার্কশপের দ্বিতীয় দিন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও . মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, তারল্য ব্যবস্থাপনা বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে সুকুক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিইও মো. মাহবুব-উল-আলম এবং ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহ্ বক্তব্য রাখেন।

মাহবুব-উল-আলম বলেন, আমরা পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে সুকুক চর্চা করেছি। এবার সরকারি উদ্যোগে সুকুক দেশের অর্থনীতিতে বহুমাত্রিক উন্নয়নে অবদান রাখবে।

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ইসরা আয়োজিত ওয়ার্কশপের গণমাধ্যম সহযোগী বণিক বার্তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন