মহামারী নিয়ন্ত্রণের মধ্যেই ঘুরে দাঁড়াচ্ছে চীনের পর্যটন শিল্প

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে চীনের উহান থেকে। তবে বর্তমানে অন্য অনেক দেশের তুলনায় চীনে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু তার পরও সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে নেয়নি দেশটির সরকার। আর অবস্থার মধ্যেই চীনের পর্যটন শিল্প মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি পর্যটন মন্ত্রণালয়। খবর সিনহুয়া।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এর আগের প্রান্তিকের তুলনায় চীনের -লেভেলের পর্যটনকেন্দ্রগুলোয় পর্যটকদের আগমন বেড়েছে ১৫৮ দশমিক শতাংশ। মন্ত্রণালয়ের কর্মকর্তা শান গাংশিন এক সংবাদ সম্মেলনে বলেন, দ্বিতীয় প্রান্তিকে পর্যটকের সংখ্যায় দারুণ উল্লম্ফন হওয়ায় খাতটিতে আয় বেড়েছে ১৩১ দশমিক শতাংশ। এদিকে তৃতীয় প্রান্তিকে দেশব্যাপী -লেভেল পর্যটন স্থানে পর্যটক এসেছে গত বছরের একই সময়ের ৭০ শতাংশের মতো। এছাড়া বেশকিছু পর্যটন স্থানে পর্যটকের সংখ্যা প্রায় গত বছরের সমপরিমাণ ছিল।

জুলাই আগস্টে চীনে দেশব্যাপী সব পর্যটন রিসোর্ট খুলে দেয়া হয়। সময়ে সব মিলিয়ে পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের প্রায় ৯০ শতাংশে পৌঁছে। একই সঙ্গে সময়ে খাত-সংশ্লিষ্টদের তুলনামূলক আয়ও বেড়েছে। এছাড়া জুলাই আগস্টে গ্রামীণ পর্যটনের ক্ষেত্রেও বেশ উন্নতি হয়েছে। সময়ে গ্রামীণ পর্যটকের সংখ্যা আয় পৌঁছেছে গত বছরের একই সময়ের ৯০ শতাংশে।

শান বলেন, পরবর্তী সময়ে পর্যটন শিল্পের আরো বিকাশে আমরা একাধিক কার্যকর পদক্ষেপ নেব। সব মিলিয়ে পর্যটন শিল্প যাতে ফের আগের অবস্থায় ফিরে যায়, সেজন্য সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন