পাকিস্তানের বিরোধী দলের নেতা গ্রেফতার

বণিক বার্তা ডেস্ক

গতকাল পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরীফকে গ্রেফতার করেছেন দেশটির দুর্নীতি দমন কর্মকর্তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে অপসারণের ডাক দেয়ার কয়েক দিন পরই তাকে গ্রেফতার করা হলো। খবর এএফপি।

মূলত অর্থ পাচারের পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে এক মামলায় পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরীফকে লাহোরে গ্রেফতার করা হয়। মামলায় পাকিস্তানের জাতীয় সংসদের বিরোধী দলের নেতা লাহোর হাইকোর্টে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে গ্রেফতার করা হয়।

পিএমএলএনের সহসভাপতি নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, গ্রেফতার এটাই প্রমাণ করে যে দেশে কার্যত কোনো জবাবদিহিতা ন্যায়বিচার নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন