গুগল মিটে বিনা মূল্যে লম্বা মিটিং আর নয়

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের কনফারেন্সিং অ্যাপ গুগল মিটের বিনা মূল্যের সংস্করণে লম্বা সময় মিটিং করার সুবিধা বন্ধ হচ্ছে। ৩০ সেপ্টেম্বরের পর থেকে গুগল মিটের বিনা মূল্যের সংস্করণে একটানা ৬০ মিনিটের বেশি মিটিং করার সুযোগ হারাবেন ব্যবহারকারীরা। খবর এনডিটিভি।

গুগলের পক্ষ থেকে গত এপ্রিলেই জানানো হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব গ্রাহকের জন্য সীমাহীন মিটিং সেবা উন্মুক্ত রাখা হবে। সম্ভবত সে পরিকল্পনামাফিক এগোচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত গুগল মিটের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

বিষয়ে গুগলের এক মুখপাত্র গোপনীয়তা কৌশলের অংশ হিসেবে কোনো তথ্য প্রকাশ না করে জানান, প্রচারে পরিবর্তন বা উন্নত ফিচারের মেয়াদ শেষ হওয়া নিয়ে আমাদের বলার কিছু নেই। যদি পরিবর্তন হয়, আমরা অবশ্যই জানাব। বর্তমানে গুগল মিটের বিনা মূল্যের সংস্করণে ১০০ জন নিয়ে মিটিং শুরু করতে পারেন গুগল অ্যাকাউন্টধারী যে কোনো গ্রাহক। সময়সীমার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন