৩১ টাকায় এনার্জিপ্যাকের শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্দেশ্যে ইলেকট্রনিক বিডিং সম্পন্ন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের প্রান্ত-সীমা মূল্য (কাট-অফ প্রাইস) ৩৫ টাকায় নির্ধারণ করেছেন যোগ্য বিনিয়োগকারীরা (ইলিজিবল ইনভেস্টর)। আইনানুসারে প্রান্তসীমা মূল্যের চেয়ে ১০ শতাংশ কমে অর্থাৎ ৩১ টাকায় কোম্পানিটির শেয়ার পাবেন সাধারণ বিনিয়োগকারীরা।

এর আগে ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টাকা থেকে ২৪ সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা কোম্পানিটির শেয়ারের প্রান্ত-সীমা নির্ধারণে নিলাম অনুষ্ঠিত হয়। এতে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৭৫ কোটি টাকার বিপরীতে ২৩৯ বিডার মোট ২০৫ কোটি ৪৪ লাখ টাকার দর প্রস্তাব করেছেন। কোম্পানিটির নিলামে সর্বনিম্ন ১৬ টাকা থেকে সর্বোচ্চ ৮৫ টাকায় দর প্রস্তাব করেছেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ৪৩ জন বিডার ২৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন বিডার ৪০ টাকায় দর প্রস্তাব করেছেন। আর ৩৫ টাকা করে দর প্রস্তাব করেছেন ২২ জন বিডার। যোগ্য বিনিয়োগকারীরা তাদের বিডিংকৃত দরে এনার্জি প্যাকের ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৭৬৬টি শেয়ার ৮৭ কোটি ৫৪ লাখ ৪৯ ২০০ টাকায় পাবেন। অন্যদিকে সমপরিমাণ শেয়ার ৩১ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীরা ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকায় লটারির মাধ্যমে বরাদ্দ পাবেন।

এর আগে এ বছরের ৫ আগষ্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৪তম কমিশন সভায় এনার্জিপ্যাককে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রান্ত-সীমা মূল্য নির্ধারণের অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এলপিজি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ নির্বাহে ব্যয় করবে। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের সমন্বিত আর্থিক বিবরনী অনুসারে, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য(এনএভিপিএস) ৪৫ টাকা ১৫ পয়সা আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া এনএভিপিএস ৩০ টাকা ২০ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। গত ৫ বছরের আর্থিক বিবরণী অনুসারে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন