প্রতিষ্ঠাবার্ষিকীতে উইমেন ই-কমার্স এন্টারপ্রেনিউরশিপ সামিট করবে ‘উই’

বণিক বার্তা অনলাইন

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে স্মরণীয় করে রাখতে এন্টারপ্রেনিউরশিপ সামিটের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০ লাখ সদস্যের গ্রুপে পরিণত হওয়া দেশীয় নারীদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। আগামী ২৪ ও ২৫ অক্টোবর দুদিনব্যাপী ভার্চুয়াল প্লাটফর্মে এ সামিট অনুষ্ঠিত হবে।

দশ লাখ সদস্য পূর্তি উপলক্ষে এক ওয়েবিনারে এ ঘোষণা দেন গ্রুপের উদ্যোক্তারা। অনলাইনে ওয়েবিনারে যুক্ত হয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।   

মেহের আফরোজ চুমকি বলেন, ‘উই গ্রুপের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হবার কথা আমাকে অনুপ্রাণিত করে। আপনাদের কথাগুলো সত্যিই ভীষণ অনুপ্রেরণার, এবারের উই সামিটের আইডিয়া সত্যিই প্রশংসনীয়।’ 

উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, ‘উই সামিটে দেশ এবং দেশের বাইরের উদ্যোক্তা, গবেষক, উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কিত মানুষজন অতিথি হিসেবে যুক্ত হবেন এবং আমরা পুরো উই এর সবাই সেশনগুলো দেখবো, শিখবো। সবাইকে উই এর এই মহা আয়োজনের পাশে থাকার অনুরোধ থাকলো।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন