হিলিতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

টানা কয়েকদিন দাম বাড়তির পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্থ হওয়ায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের ভালো চাহিদা ও দাম ভালো পাওয়ায় আমদানি বাড়িয়ে দেন আমদানিকারকরা। একইভাবে অন্যান্য বন্দর দিয়েও কাঁচা মরিচ আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। 

এছাড়াও গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে কাঁচা মরিচের চাহিদা কিছুটা কমার কারণেও কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে বলে মনে করেন এই ব্যবসায়ী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন