নিউজিল্যান্ডের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা আর্দার্নেরই

বণিক বার্তা ডেস্ক

আগামী মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি জেসিন্দা আর্দার্নের। দেশটির সর্বাধিক বিশ্বস্ত একটি জরিপের ফলাফলে রোববার পূর্বাভাস দেয়া হয়। কভিড-১৯ মোকাবেলায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ায় দেশটিতে বর্তমান প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে। খবর রয়টার্স।

রোববার প্রকাশিত জরিপের ফলাফলে নিউজহাব-রেইড রিসার্চ জানায়, বর্তমানে আর্দার্নের লেবার পার্টির পক্ষে সমর্থন রয়েছে ৫০ দশমিক শতাংশ। তবে তা চলতি বছরের শুরুতে ৬০ দশমিক শতাংশ জনপ্রিয়তা থেকে অনেক কমেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির পক্ষে সমর্থন রয়েছে ২৯ দশমিক শতাংশ ভোটারের। অবশ্য দলটির জনপ্রিয়তা দশমিক শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

জরিপের ফলাফল বাস্তবে রূপ নিলে কোনো ধরনের জোট গঠন বাদেই আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ শক্ত অবস্থানে রয়েছেন আর্দার্ন। গত মাসে অকল্যান্ডে দ্বিতীয় দফায় কভিড-১৯ সংক্রমণের আগে ১০২ দিন নভেল করোনাভাইরাস সংক্রমণমুক্ত ছিল নিউজিল্যান্ড।

২০১৭ সালে নিউজিল্যান্ডের ১৫০ বছরের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আর্দার্ন। বর্তমানে জনপ্রিয় রাজনীতিবিদের বয়স ৪০।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন