রাজশাহীতে কর্মশালায় বক্তারা

বিটি বেগুন চাষে কীটনাশক ব্যবহার কমেছে ৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

কয়েক বছরের ব্যবধানে জিন পরিবর্তিত ফসল, কিট প্রতিরোধী বিটি বেগুন গ্রহণ করেছে দেশের কৃষক। বিটি বেগুন চাষের ফলে কীটনাশক ব্যবহারের মাত্রা প্রায় ৫১ শতাংশ কমেছে। ফলে বেগুন উৎপাদনের হার কৃষকদের আয় আগের তুলনায় প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। তবে বিটি বেগুনের ক্ষেত্রে উৎপাদন বিপণন নীতিমালা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটিও দেখতে হবে।

গত শনিবার রাজশাহী শহরের একটি হোটেলে ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি খাদ্যনিরাপত্তা অর্জনে কৃৃষি উদ্ভাবনকে কার্যকরভাবে ব্যবহারে প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সংবাদ লিখন প্রকাশে মিডিয়া কর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কৃষি বিষয়ক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ২৭ জন সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফার্মিং ফিউচার বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, আমরা চাই বাংলাদেশসহ অন্যান্য দেশ খাদ্যনিরাপত্তা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কৃষিক্ষেত্রের উদ্ভাবনকে কাজে লাগিয়ে একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত পৃথিবী গড়তে সক্রিয় ভূমিকা পালন করবে।

কর্মশালায় বক্তারা বলেন, একুশ শতকের কৃষি মানেই প্রযুক্তির ছোঁয়া। বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন নতুন ফসল প্রযুক্তি উদ্ভাবন করছেন। বিজ্ঞানের আশীর্বাদে এখন ফসল বোনা থেকে খাবার টেবিল পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়াকে সহজসাধ্য করে তুলেছে। বিজ্ঞানের সুনিপুণ কৌশলকে কাজে লাগিয়ে ফসলের বীজ উদ্ভিদে অভ্যন্তরীণ কাঠামোয় পরিবর্তন ঘটিয়ে মানুষের প্রয়োজন মেটানোর প্রচেষ্টাও অব্যাহত আছে। মূলত প্রক্রিয়াকেই আমরা জীবপ্রযুক্তি বলে থাকি। অত্যাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে সঠিক তথ্যের অভাবে জনমনে কিছুটা বিভ্রান্তি রয়েছে। কারণ সম্পর্কে মৌলিক জ্ঞানের অভাবে সাধারণ মানুষের পাশাপাশি অনেক বিজ্ঞানমনস্ক মানুষও প্রযুক্তি নিয়ে বিভ্রান্ত হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ তার মূল প্রবন্ধে বলেন, বিজ্ঞান বিষয়ক তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সামাজিক সচেতনতা এবং নতুন নতুন প্রযুক্তির গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য সঠিক সংবাদ প্রকাশ আমাদের টেকসই নিরাপদ খাদ্য উৎপাদনে ইতিবাচক সুফল বয়ে আনবে।

ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে গঠিত একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনে জীবপ্রযুুক্তিসহ আধুনিক কৃষিপ্রযুক্তি বিষয়ক সচেতনতা বাড়ানো। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের কর্নেল অ্যালায়েন্স ফর সায়েন্স-এর পৃষ্ঠপোষকতায় জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ফার্মিং ফিউচার বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন