সিলভার লেকের সাড়ে সাত হাজার রুপি পেল রিলায়েন্স

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সিলভার লেকের কাছ থেকে হাজার ৫০০ কোটি রুপি পেয়েছে রিলায়েন্স রিটেইল। শনিবার তথ্য নিশ্চিত করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন রিটেইল জায়ান্টটি। এর মাধ্যমে রিলায়েন্ট রিটেইলের দশমিক ৭৫ শতাংশ শেয়ার পাচ্ছে সিলভার লেক। খবর পিটিআই।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) শনিবার তাদের বিধিবদ্ধ ফাইলিংয়ে জানায়, যুক্তরাষ্ট্রের বেসরকারি ইকুইটি ফার্ম সিলভার লেক পার্টনার্সের কাছ থেকে হাজার ৫০০ কোটি রুপি পেয়েছে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার লিমিটেড। ফলে রিলায়েন্স রিটেইলের দশমিক ৭৫ শতাংশ শেয়ার পাবে সিলভার লেক। বিনিয়োগের ক্ষেত্রে প্রি মানি ইকুইটি ভ্যালু হবে লাখ ২১ হাজার কোটি রুপি।

গত সেপ্টেম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঘোষণা করেছিল যে তাদের এখানে ওই বড় অংকের বিনিয়োগ করবে সিলভার লেক। প্রযুক্তি খাতে বড় অংকের বিনিয়োগে বৈশ্বিক নেতৃত্বের পর্যায়ে রয়েছে মার্কিন কোম্পানি। খাতে সিলভার লেকের বৈশ্বিক বিনিয়োগের পরিমাণ হাজার কোটি ডলারের বেশি। সিলভার লেকের অন্যান্য বৃহৎ বিনিয়োগের মধ্যে রয়েছে এয়ারবিএনবি, আলিবাবা, অ্যালফাবেটের ভেরিলি ওয়েমো শাখা, ডেল টেকনোলজিস, টুইটার এবং অন্যান্য বৈশ্বিক প্রযুক্তি নেতা।

এটা রিলায়েন্স গ্রুপের কোনো সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে সিলভার লেকের শতকোটি ডলারের বিনিয়োগ। এর আগে জিও প্লাটফর্মে তারা ১৩৫ কোটি ডলার বিনিয়োগ করেছিল। এদিকে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকও রিলায়েন্স জিও ৪৩ হাজার ৫৭৩ কোটি রুপি বিনিয়োগ করেছে। এর মাধ্যমে কোম্পানিটির দশমিক ৯৯ শতাংশ পাচ্ছে ফেসবুক। এছাড়া গত মাসে ২৪ হাজার ৭১৩ কোটি রুপিতে ফিউচার গ্রুপের রিটেইল লজিস্টিক ব্যবসা অধিগ্রহণ করেছিল রিলায়েন্স।

লকডাউনে যখন বেশির ভাগ কোম্পানির বেহাল, তখন মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফুলেফেঁপে উঠছে। গত আগস্টে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনীর তালিকায় নাম উঠে আসে মুকেশ আম্বানির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন