১৯৫ কোটি ডলার সরকারি সহায়তা পেল কাতার এয়ারওয়েজ

বণিক বার্তা ডেস্ক

সরকারের কাছ থেকে ৭৩০ কোটি রিয়াল বা ১৯৫ কোটি ডলার সহায়তা পেয়েছে বিমান পরিবহন সংস্থা কাতার এয়ারওয়েজ। এর আগে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিমান পরিবহন সংস্থাটির ক্ষতি হয়েছে ৭০০ কোটি রিয়াল। রোববার তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিমান পরিবহন খাতকে বাঁচাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। চলতি বছর বিমান পরিবহন খাতে বিশ্ব যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি। ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিবিধ বিধিনিষেধের কারণে যাত্রী চাহিদায় অভাবনীয় পতন হয়েছে। আর প্রভাব থেকে বাঁচতে পারেনি কাতার এয়ারওয়েজও।

মহামারীর কারণে ক্ষতির প্রেক্ষাপটে এরই মধ্যে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে কাতার এয়ারওয়েজ। একই সঙ্গে সংস্থাটি তাদের উড়োজাহাজ সরবরাহও পিছিয়ে দিয়েছে। অবস্থায় মার্চেই তারা জানিয়েছিল যে সরকারি সহায়তা চাওয়া হতে পারে। কিন্তু বিষয়টি এখন প্রকাশিত হলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন