গুগলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বণিক বার্তা অনলাইন

কোন তথ্য খোঁজার সমার্থক হয়ে দাঁড়িয়েছে ‘গুগল করা’। তথ্যকে অবাধ ও সহজতর করেছে যে প্রতিষ্ঠানটি, আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সেই গুগলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ বছর আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী  ল্যারি পেজ ও সের্গেই ব্রিন সার্চ ইঞ্জিন তৈরি নিয়ে কাজ শুরু করেন। সেই থেকে শুরু করে ধীরে ধীরে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিনে প্রতিষ্ঠা পেয়েছে গুগল।

সার্চ ইঞ্জিন ছাড়াও জিমেইল, গুগল ম্যাপ, গুগল ফটোস, গুগল ড্রাইভ, মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, ডুয়োসহ বেশ কিছু জনপ্রিয় প্লাটফর্ম রয়েছে। গুগলের মূল প্রতিষ্ঠানের নাম অ্যালফাবেট। প্রতিষ্ঠানটি এ বছরেই প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক ছুঁয়েছে। চতুর্থ মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছে অ্যালফাবেট।

সাধারণত বিশেষ বিশেষ দিনগুলোকে স্মরণীয় করতে ডুডল প্রকাশ করে গুগল। নিজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও একটি ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। ডুডলটি করা হয়েছে মহামারী করোনার থিমের উপর ভিত্তি করেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন