সিচুয়ান চায়না কাউন্সিলের সঙ্গে জ্ঞান বিনিময়ে আগ্রহী এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার লক্ষ্যে সিচুয়ান চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিচুয়ান সিসিপিআইটি) সম্প্রতি অঞ্চলের ব্যবসায়ী সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে সিচুয়ান চায়না কাউন্সিলের সঙ্গে জ্ঞান রিসোর্স বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম চায়না (সিচুয়ান)-সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া বিজনেস লিডার্স অনলাইন কনফারেন্স ওপেনিং সেরেমনি অ্যান্ড ২০২০ অনলাইন প্রডাক্টস এক্সিবিশন ফর সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া কান্ট্রিজ শীর্ষক সম্মেলনে দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ব্যবসায়িক সংস্থার প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।

মূল বক্তব্যে সিসিপিআইটিকে -জাতীয় উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, কভিড-১৯ এর ফলে ফেব্রুয়ারি থেকে এফবিসিসিআই তার সক্রিয় অ্যাডভোকেসি এবং স্থানীয় আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের পরামর্শ গ্রহণের মাধ্যমে বিস্তৃত পরিসরে আর্থিক -আর্থিক ব্যবস্থাসহ আর্থসামাজিক এজেন্ডা নিয়ে আগামী তিন বছরের জন্য আমরা একটি শক্তিশালী রোডম্যাপ প্রণয়নে সক্ষম হয়েছি। অন্যান্য সরকারের প্রতি বাংলাদেশ সরকারের সৎ মনোভাবের অংশ হিসেবে, বাংলাদেশের বেসরকারি খাতের পক্ষ থেকে এফবিসিসিআই বেশকিছু উদ্যোগে যুক্ত হয়েছে, যেমনটা এরই মধ্যে সিসিপিআইটি বেইজিংয়ের সঙ্গে আন্তর্জাতিক সুসম্পর্ক বাড়ানো হয়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের (আইএসও) সাবেক সভাপতি ন্যাশনাল সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডাইজেশন (চেংডু) রিসার্স সেন্টারের সিনিয়র স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট ঝ্যাং শাওগাং, সার্ক সিসিআইয়ের সভাপতি ইফতিখার আলী মালিক, আসিয়ানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের ডিরেক্টর গুও চুয়ানওয়ে এবং সিসিপিআইটি সিচুয়ান কাউন্সিলের সভাপতি হুয়াং লি বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন