১৭ লাখ টন ইস্পাত রফতানি ইরানের

বণিক বার্তা ডেস্ক

প্রতি বছর ২১ মার্চ ইরানে নতুন অর্থবছর শুরু হয়। চলে পরের বছরের ২০ মার্চ পর্যন্ত। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (গত ২১ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ১৭ লাখ টন ইস্পাত রফতানি হয়েছে। খবর ইরান ডেইলি।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টেই ইরান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে লাখ হাজার ৩০২ টন ইস্পাত রফতানি হয়েছে।

ইরান বিশ্বের ষষ্ঠ শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে ইচ্ছুক। এজন্য ২০২১-২২ অর্থবছরে ইরান সব মিলিয়ে কোটি ৫০ লাখ টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে।

মূলত শিল্প ধাতুটির উৎপাদন বাড়াতে ২০ বছর মেয়াদি কর্মপরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইরান। এর অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে ইরান প্রতি বছর সাড়ে পাঁচ কোটি টন ইস্পাত উৎপাদন দুই-আড়াই কোটি টন ইস্পাত রফতানি করতে চায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন