মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের লোকসান ১৫ হাজার কোটি ডলার

বণিক বার্তা ডেস্ক

২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং নতুন করে নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির লোকসান হয়েছে ১৫ হাজার কোটি ডলার। গতকাল রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেয়া এক ভাষণে তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর ব্লুমবার্গ।

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের চিকিৎসাপণ্য খাদ্যসামগ্রী আমদানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান রুহানি। দুই বছর ধরেই সংকুচিত হচ্ছে উপসাগরীয় অর্থনীতি। একই সঙ্গে হু-হু করে বাড়ছে বেকার জনগোষ্ঠীর সংখ্যা। ২০১৮ সালের মে মাসে বহুজাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোয় ইরানের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস অপরিশোধিত তেল রফতানি ১০ শতাংশ কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন