রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের রাইজার বিস্ফোরণে আগুন

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে দেয়া আবাসিক ভবনের গ্যাস সংযোগের কয়েকটি রাইজার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় ঘটে এ ঘটনা। এতে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১টার দিকে বৃষ্টির সময় প্রচণ্ড বজ্রপাত হয়। এসময় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী বলাইনগর ঋষিপাড়া এলাকায় অবৈধভাবে আবাসিক গ্যাস সংযোগে পরপর ৫টি রাইজার বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে করে পুরো এলাকায় আতংক সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান তোফায়েল হোসেন আলমাছ কাঞ্চন ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল হোসেন আলমাছ বলেন, অবৈধ গ্যাস সংযোগে স্থানীয় এলাকাবাসী নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের ফলে প্রতিনিয়ত গ্যাসের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটছে। এজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগগুলো বৈধ করার জোর দাবি জানান।

এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিস ইনচার্জ হাবিব বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। সেখানে গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। সময়মত আগুন না নেভানো গেলে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হতে পারতো।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, অবৈধভাবে দেয়া আবাসিক গ্যাস সংযোগের কারণে যে কোন সময় রাইজার বিস্ফোরণে বড় ধরনের ক্ষতি হতে পারে। অচিরেই উপজেলার যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করতে আমরা মাঠে নামছি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন