ছুটির দিনে ৯৮ নতুন অতিরিক্ত সচিবের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

প্রশাসন ক‌্যাডারের ৯৭ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে মিশনে কর্মরত এক কর্মকর্তাকেও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসন ক‌্যাডারের ৯৭ কর্মকর্তাকে (যুগ্ম সচিব) পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ করা হলো। 

ওই কর্মকর্তাদের জনপ্রশাসনে বদলি করা হলেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসানকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। 


প্রজ্ঞাপন ১

প্রজ্ঞাপন ২

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন