জয়পুরহাট চিনিকলের সমস্যা ও উত্তরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাট চিনিকলের বিদ্যমান সমস্যা উত্তরণের উপায় বিষয়ক এক সমন্বয় সভা সম্প্রতি জেলা প্রশাসনের আয়োজনে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মো. আবু বকর, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, মিলের মহাব্যবস্থাপক (কারখানা) পুলক সরকার, মহাব্যবস্থাপক (প্রশাসন) খুরশিদ জাহান মাফরুহা, আখচাষী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দীন, বিশিষ্ট আখচাষী কেএম লায়েক আলী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। এছাড়া সভায় মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দেশের বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিলস জেলার ঐতিহ্য বহন করছে। তাই চিনিশিল্প মিল রক্ষায় ব্যয় কমাতে হবে এবং মিলের সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে লোকসান কমিয়ে আনতে সংশ্লিষ্টদের আন্তরিকার সঙ্গে কাজ করতে হবে।

সভায় জয়পুরহাট চিনিকলের বিদ্যমান সমস্যা এবং এর উত্তরণের উপায় বের করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়কে আলাদাভাবে -সংক্রান্ত মিলের সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মিল কর্মকর্তা, আখচাষীসহ সবার অংশগ্রহণে একটি দিনব্যাপী কার্যকরী ওয়ার্কশপের ব্যাপারে দায়িত্ব প্রদান করেন হুইপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন