ডিআইইউতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাবিষয়ক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আয়োজনে ওয়ার্ল্ড একাডেমি অব আর্ট অ্যান্ড সায়েন্স এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) সহযোগিতায় ছাত্রজীবন গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ক্যাম্পাস টিভিতে একযোগে এটি সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড একাডেমি অব আর্ট অ্যান্ড সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক আলবার্তো জুকোনি, থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট . প্রনচাই মংখনভান্তি, রোমানিয়ার দানুবিয়াস ইউনিভার্সিটি অব গালাতির রেক্টর . অ্যান্ডি পুসকা, ভারতের দ্য মাদার সার্ভিস সোসাইটির সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এম চন্দ্রশেখরন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান . মো. সবুর খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাহসিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে . মো. সবুর খান বলেন, শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের শিল্পপ্রতিষ্ঠানের চাকরির উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে জানতে হবে যে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী চায়। তাদের চাহিদার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এজন্য কোর্স কারিকুলাম পরিবর্তন করতে হবে।

. মো. সবুর খান আরো বলেন, কভিড পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনোলজির ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। পরিবর্তনকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

অধ্যাপক আলবার্তো জুকোনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি উন্মুক্ত জায়গা, যেখানে শিক্ষার্থীরা তাদের দক্ষতাকে খুঁজে বের করতে পারে এবং বিকশিত করতে পারে। তাদের এই কাজে সহযোগিতা করেন শিক্ষকরা। ফলে ছাত্র-শিক্ষকের সমন্বয়েই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন গড়ে ওঠে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের জীবনকে তৈরি করতে পারছে কিনা, তা লক্ষ রাখাই বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব।

. প্রনচাই মংখনভান্তি বলেন, একুশ শতকের এই পৃথিবী সম্পূর্ণরূপে বদলে গেছে। এই বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য আমাদের শিক্ষার্থীদের তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু বই পড়ানো নয়। বরং বাস্তব জীবনে কাজে লাগে এমন জ্ঞান তাদের মধ্যে সঞ্চার করাই বিশ্ববিদ্যালয়ের কাজ।

নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা উল্লেখ করে . অ্যান্ডি পুসকা বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রায় দশ বছর আগে থেকে অনলাইনে শিক্ষা দিয়ে আসছি। সুতরাং এই মহামারী পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যাই হয়নি অনলাইনে ক্লাস করতে। এভাবেই আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে থাকি। আমরা মনে করি, ভবিষ্যৎ জীবনের জন্য উপযুক্ত হিসেবে শিক্ষার্থীদের তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন