ইউসিবি এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজের উপদেষ্টা শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শওকত জামিলের উপস্থিতিতে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ মামদুদুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এন মুস্তাফা তারেক, মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজের চেয়ারম্যান রাশাদা আখতার এবং অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পাদিত চুক্তি অনুযায়ী, ইউসিবি স্কুলের শিক্ষার্থীদের জন্য রিয়েল টাইম অনলাইন ফি কালেকশন ব্যবস্থা, ওভার দ্য কাউন্টার সেবার মাধ্যমে স্কুলের শিক্ষক কর্মকর্তাদের জন্য অটোমেটেড পেরোল ব্যবস্থা, ইন্টারনেট ব্যাংকিং, ইউপে, ইউক্যাশ এবং বিভিন্ন ডিজিটাল সেবাসহ বহুমুখী ব্যাংকিং সেবা প্রদান করবে। এছাড়া মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজে দুটি ইউসিবি উপশাখার কর্যক্রমও শুরু হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবির এএমডি আরিফ কাদরী, ডিএমডি আবুল আলম ফেরদৌস মো. আব্দুল্লাহ আল মামুন, এসইভিপি কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এসইভিপি মো. শাহ আলম ভূঁইয়া মো. সেকেন্দার--আজম, স্কুলের গভর্নিং বডির সদস্য একেএম দেলোয়ার হোসেন, মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন