রিলায়েন্সে সাড়ে পাঁচ হাজার কোটি রুপি বিনিয়োগে কেকেআর

বণিক বার্তা ডেস্ক

রিলায়েন্স রিটেইলে এবার হাজার ৫৫০ কোটির বিনিয়োগ করতে চলেছে বিশ্বের পরিচিত বিনিয়োগ প্রতিষ্ঠান কেকেআর। বুধবার শেয়ারবাজারে পেশ করা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) একটি ফাইলিংয়ের মাধ্যমে তথ্য নিশ্চিত হয়েছে। ওই বিনিয়োগের মাধ্যমে কেকেআর মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটির দশমিক ২৮ শতাংশ শেয়ারের মালিক হয়ে উঠবে। এদিকে নতুন বিনিয়োগের ফলে রিলায়েন্স রিটেইলের ইকুইটি ভ্যালু বেড়ে দাঁড়াচ্ছে দশমিক ২১ লাখ কোটি রুপি। খবর দ্য হিন্দু।

নিয়ে দ্বিতীয়বারের মতো রিলায়েন্স গ্রুপে বিনিয়োগ করছে কেকেআর। এর আগে জিও প্লাটফর্মে ১১ হাজার ৩৬৭ কোটি রুপি বিনিয়োগ করেছিল কেকেআর। চুক্তির প্রতিক্রিয়ায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, বিনিয়োগকারী হিসেবে কেকেআরকে আমি স্বাগত জানাচ্ছি। ওদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত প্রশংসনীয়।

সেপ্টেম্বরের শুরুতেই আম্বানি নেতৃত্বাধীন ভারতীয় শিল্প জায়ান্টে বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সিলভার লেক। তারা হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগের মাধ্যমে রিলায়েন্স রিটেইলের দশমিক ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা পেয়েছিল।

দ্রুত সম্প্রসারমাণ রিলায়েন্স রিটেইল বর্তমানে দেশব্যাপী ১২ হাজার স্টোরের মাধ্যমে ৬৪ কোটি গ্রাহকের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। অন্যদিকে ২০০৫ সালে এশিয়ায় প্রথম অফিস স্থাপনের পর বর্তমানে আটটি অফিস চালাচ্ছে বিনিয়োগ সংস্থা কেকেআর। ভারতের ১৫টি কোম্পানিতে এরই মধ্যে প্রায় ৫১০ কোটি ডলার বিনিয়োগ করেছে তারা। উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিও প্লাটফর্ম, জেবি ক্যামিকেলস, ম্যাক্স হেলথকেয়ার, ইউরোকিডস ইন্টারন্যাশনাল রামকি এনভাইরো ইঞ্জিনিয়ার্স।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন