স্বর্ণের রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটাতে পারে মার্কিন নির্বাচন

বণিক বার্তা ডেস্ক

আগামী নভেম্বর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের রাজনীতির সর্বোচ্চ নির্বাচন এর পরবর্তী সম্ভাব্য অবস্থাকে ঘিরে স্বর্ণের রেকর্ড মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। সময় মূল্যবান ধাতুটির দাম বর্তমানের তুলনায় আউন্সপ্রতি ২০০ ডলার বেড়ে যেতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান সিটি ব্যাংক। খবর ব্লুমবার্গ মাইনিংডটকম।

চলতি বছরটা স্বর্ণের বাজারে মূল্যবৃদ্ধির বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ২০২০ সালের শুরু থেকে নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী যতটা ডালপালা মেলেছে, মূল্যবান ধাতুর বাজারে স্বর্ণের দামের পারদ ততই চড়েছে। চীন ছাড়িয়ে মহামারীর ধাক্কা যুক্তরাষ্ট্র ইউরোপ হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়লে সামগ্রিক অর্থনীতিতে চরম চ্যালেঞ্জ নেমে আসে। মন্দার মুখে পড়ে বিশ্ব অর্থনীতি। এমন অনিশ্চিত পরিস্থিতিতে সব সময় স্বর্ণের চাহিদা বেড়ে দাম বাড়ে। কেননা বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ বিবেচনা করে স্বর্ণের প্রতি বেশি ঝোঁকেন

এবারো এর ব্যতিক্রম হয়নি। মহামারীর জের ধরে বছরের শুরু থেকেই চাঙ্গা হতে থাকে স্বর্ণের দাম। একপর্যায়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে হাজার ৫০ ডলার ছাড়িয়ে যায়। ইতিহাসে আগে কখনই মূল্যবান ধাতুটির দাম এতটা বাড়েনি। তবে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল হাজার ৮৬৫ ডলার।

মহামারী অর্থনৈতিক অনিশ্চয়তা ছাড়াও বিশ্বরাজনীতির বড় বড় ইভেন্ট স্বর্ণের সম্ভাব্য মূল্য নির্ধারণে সব সময় প্রভাবক হিসেবে কাজ করে। বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ একটি আয়োজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভবিষ্যৎ লেখার পাশাপাশি স্বর্ণের বাজারের সম্ভাব্য গতিপ্রকৃতি রচিত হবে বলে মনে করা হচ্ছে।

বিষয়ে সিটি ব্যাংকের বাজার বিশ্লেষক আকাশ দোশি বলেন, আগে থেকেই করোনা মহামারী বাজার পরিস্থিতি চাঙ্গা রেখেছে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এতে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ আরো বাড়বে। স্বাভাবিকভাবেই দাম বাড়বে মূল্যবান ধাতুটির। পরিস্থিতিতে নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে স্বর্ণের দাম বর্তমানের তুলনায় আউন্সপ্রতি ২০০ ডলার বাড়তে পারে।

সিটি ব্যাংকের পূর্বাভাস সত্যি হলে চলতি বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ফের হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি স্বর্ণের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ডও ভাঙতে পারে।

সিটি ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে, সেটা এখনই অনুমান করা যাচ্ছে না। ট্রাম্প বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই। এমনকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন হতে যাচ্ছে এবার, এমনটা মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ফলে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ঘোলাটে হতে পারে। স্বাভাবিকভাবে সময় উত্তেজনা অনিশ্চয়তা বাড়তে পারে, যা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন