জুম মিটিং

অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ড বদলের ফিচার

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ মহামারীর বাস্তবতায় রিমোট কনফারেন্সিং অ্যাপ জুম ব্যবহার বেড়েছে। সেবাটির একটি বড় সমস্যা ছিল অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে মিটিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড বদল করতে না পারা। বিষয়টি আমলে নিয়ে এবার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে জুম মিটিংয়ের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সুবিধা এনেছে জুম কর্তৃপক্ষ। উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস আইপ্যাডওএসের জন্য সুবিধা আগেই আনা হয়েছিল। খবর দ্য ভার্জ।

অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা জুম ..৫২৬৪০.০৯২০ সংস্করণ প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নতুন ফিচার ব্যবহার করতে পারবেন। শুরুতে জুমের নিজস্ব ছবি বা গ্যালারিতে থাকা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে হবে। কাজটি করতে জুম অ্যাপের মোর অপশনে ক্লিক করে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অপশন বেছে নিতে হবে। আপাতত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে শুধু ইমেজ ব্যবহার করা যাবে। পরবর্তী সময়ে ভিডিও ব্যাকগ্রাউন্ডের ফিচারও আনবে জুম। তবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে শক্তিশালী ফোন প্রয়োজন হবে। নতুন আপডেটে ডিভাইস অডিও শেয়ারের অপশন আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন