সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের লক্ষ্য স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক

উদ্ভাবনী প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে স্যামসাং। দেশের অনেকের জন্যই ডিজিটাল জীবনে প্রবেশের অন্যতম প্রতিকূলতা হিসেবে বিবেচিত হয় প্রথম স্মার্টফোন কেনার ব্যয়। এক্ষেত্রে ক্রেতাদের ফিচার ফোন থেকে স্মার্টফোন ব্যবহারের যাত্রা সহজ করতে ১০০০ টাকা ছাড়ে নতুন ফোরজি স্মার্টফোন গ্যালাক্সি এমজিরো১ কোর উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। পাশাপাশি ক্রেতারা ফিচার ফোন এক্সচেঞ্জে পাবেন আরো ১০০০ টাকা ছাড়। অফারের পর গ্যালাক্সি এমজিরো১ কোর ফোরজি স্মার্টফোনটি পাওয়া যাবে সর্বনিম্ন হাজার ৯৯৯ টাকায়।

নিয়ে ডাক টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে স্যামসাংয়ের উদ্যোগ বিশেষভাবে অবদান রাখবে। বৈশ্বিক মহামারী উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেটের প্রয়োজনীয়তা আরো বেশি অনুভূত হয়েছে। আর উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোরজি সেবা ব্যবহারে সক্ষম স্মার্টফোনের সহজলভ্যতা। স্যামসাং দেশে ফোন সংযোজনের উদ্যোগ গ্রহণ করেছে, যা হাই-টেক শিল্পের প্রবৃদ্ধিতে অবদান রাখছে। দেশের ফাইভজি ফোন সংযোজনের মাধ্যমে পুরো বিশ্বের সামনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে স্যামসাং। আমি স্যামসাংকে অভিনন্দন জানাই।

নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, উদ্যোগের মাধ্যমে আমরা উচ্চগতির ইন্টারনেট কানেক্টিভিটি সক্ষম আধুনিক স্মার্টফোন নিয়ে দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছতে চাই। আমরা মনে করি, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখবে। এক্ষেত্রে আমাদের প্রেরণাদানের জন্য আমরা ডাক টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তার অনুপ্রেরণা আমাদের দায়িত্ব বাড়িয়েছে বহুগুণে এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে।

ক্রেতারা গিগাবাইট র্যামের গ্যালাক্সি এমজিরো১ কোর কিনতে পারবেন হাজার ৯৯৯ টাকায় এবং গিগাবাইট র্যামের গ্যালাক্সি এমজিরো১ কোর কিনতে পারবেন হাজার ৯৯৯ টাকায়। দুই সংস্করণেই ১০০০ টাকা ছাড় রয়েছে। ডিভাইসটিতে মেগাপিক্সেলের রিয়ার এবং সেলফির জন্য মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অল্প বেজেলের গ্যালাক্সি এমজিরো১ কোর স্মার্টফোনটিতে রয়েছে দশমিক ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। ডিভাইসটির ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন