খুলনায় জেলিযুক্ত ৫০০ কেজি চিংড়ি জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনার রূপসা থানাধীন রূপসা ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে জেলিযুক্ত ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এই অপকর্মের কারণে চারটি প্রতিষ্ঠান জরিমানাও করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান রূপসা ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রূপসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রিতু ফিস, মিলন ফিস, বায়েজিদ ফিস ও প্রিয় ফিস থেকে ৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। চারটি প্রতিষ্ঠানকেই ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন