বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের শ্বশুর দেবরকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বরিশালের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পরই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনির হোসেনকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে পুলিশ।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, যৌতুক দাবির ৫০ হাজার টাকা দিতে না পারায় ২০১৩ সালের জানুয়ারি হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের নিজ বাড়িতে মনির হোসেন তার স্ত্রী মাকসুদা বেগমকে কিল-ঘুষি মেরে হত্যা করে। ঘটনায় মাকসুদা বেগমের ভাই অলি উদ্দিন বাদী হয়ে পরদিন জানুয়ারি মাকসুদার স্বামী মনির হোসেন, শ্বশুর শফি রাঢ়ী, শাশুড়ি রাশিদা বেগম এবং দেবর নাসির রাঢ়ীকে আসামি করে হিজলা থানায় একটি হত্যা মামলা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন